ঢাকা: ইরানের নতুন প্রেসিডেন্ট হাসান রুহানি ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ‘গুরুতর ও বাস্তব’ আলোচনার জন্য আন্তর্জাতিক সংঘ সমূহের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর প্রথম সংবাদ সম্মেলনে রুহানি বলেন, ‘উভয়পক্ষ এ ব্যাপারে কাজ করলে অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হতে পারে।
তবে তিনি সতর্ক করে বলেন, ‘শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছানো সম্ভব, হুমকির মাধ্যমে নয়। ’
রোববার যুক্তরাষ্ট্র জানায়, নতুন প্রেসিডেন্টের মাধ্যমে ইরানের সামনে সুযোগ এসেছে বিশ্বের সবচেয়ে উদ্বেগজনক বিষয়টির সমাধান করার।
যুক্তরাষ্ট্র আরও জানায়, এই নতুন সরকার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ ও এক্ষেত্রে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে ‘গুরুতর ও বাস্তব’ আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সঙ্গী হিসেবে পাবে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে রুহানি অঙ্গীকার করেন, তার সরকার দায়বদ্ধতা ও স্বচ্ছতার সাথে কাজ করবে।
এ সম্পর্কে তিনি আরও বলেন, ‘তবে জনগণের অংশগ্রহণ ও সহায়তা ছাড়া দীর্ঘমেয়াদি সাফল্য অর্জনের কোন সুযোগ সরকারের নেই। ’
ইরানের সার্বিক পরিস্থিতি উন্নয়নে রুহানিকে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের রেখে যাওয়া মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি, আয়ের নিম্নমুখীতা, খাদ্য ঘাটতি, তার উপরে আবার ইরানের পারমাণবিক কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, এসব সমস্যা সমাধান করতে হবে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর- eic@banglanews24.com