ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেনা হত্যার প্রতিবাদে ভারতের কড়া প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
সেনা হত্যার প্রতিবাদে ভারতের কড়া প্রতিক্রিয়া

ঢাকা: ‘পাকিস্তানি সৈন্যদের গুলিতে’ পাঁচ জন ভারতীয় সেনা নিহত হওয়ার প্রতিবাদে ভারতজুড়ে নিন্দার ঝড় বইছে।

অবশ্য মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সংসদে (লোকসভা) প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি বলেছেন, পাক সেনাবাহিনীর পোশাক পরে ভারি অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রায় ২০ জন সন্ত্রাসী সেনা ছাউনিতে হামলা চালিয়েছে।



অ্যান্টনির এ বক্তব্যেরও নিন্দা জানিয়েছে দেশটির প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টিসহ (বিজেপি) পাকিস্তানবিরোধী রাজনৈতিক দলগুলো।

এ নিয়ে মঙ্গলবার উত্তাল হয়ে ওঠে ভারতের কেন্দ্রীয় পার্লামেন্ট (লোকসভা)। পাকিস্তানের সঙ্গে সব রকমের আলোচনা বন্ধ রাখা উচিৎ বলে মন্তব্য করে বিজেপি নেতা যশবন্ত সিনহা জানতে চান, ‘কংগ্রেস ভারতের সঙ্গে নাকি পাকিস্তানের সঙ্গে, তা স্পষ্ট করুক। ’

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এ হামলার নিন্দা জানিয়ে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এ ধরণের ভয়ঙ্কর ঘটনার সামনে ভারত কিছুতেই মাথা নত করবে না। ’ প্রয়োজনে কড়া পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এ দিকে, প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিজেপি নেতা অরুণ জেটলি বলেছেন, তার এ বক্তব্য পাকিস্তানকে অপরাধ থেকে দায়মুক্তি দিচ্ছে!

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, পাক সেনাবাহিনীর হামলা ও প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর থেকে অ্যান্টনির বাসভবনের বাইরে বিক্ষোভ করছে বিজেপির সমর্থকরা। তবে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে জলকামান নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী।

অবশ্য, ভারতের এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ’

এর আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করে, সোমবার মধ্যরাতে বিবাদমান কাশ্মীরের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) অতিক্রম করে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়ে পাক সেনারা। এতে পাঁচজন সেনা নিহত হয়।

প্রতিবাদে মঙ্গলবার দুপুরেই নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি ডেপুটি হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।