ঢাকা: সিরিয়ার আলেপ্পো প্রদেশে তুর্কি সীমান্তের কাছে একটি প্রধান বিমান ঘাঁটি দখল করে নিল বিদ্রোহীরা। সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীরা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
আন্দোলনকারীরা গত বছর থেকেই এ বিমান ঘাঁটি দখলের চেষ্টা করছিল।
বিবিসির লেবানন প্রতিনিধি জানিয়েছেন, দখলকৃত বিমান ঘাঁটিটি সিরিয়া ও তুর্কির গুরুত্বপূর্ণ সরবারহ পথের মাঝে অবস্থিত।
এ ছাড়াও বিদ্রোহীরা লাটাকিয়া প্রদেশের কয়েকটি গ্রামও নিজেদের দখলে নিয়ে নিয়েছে।
জাতিসংঘের দেওয়া একটি তথ্যানুসারে, গত ২৮ মাসে আসাদ বিরোধী আন্দোলনে এক লক্ষের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর প্রায় ১৭ লক্ষের বেশি সিরিয়ার অধিবাসী প্রতিবেশি দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৩
সম্পাদনা: কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর-
eic@banglanews24.com