ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করাচিতে বিস্ফোরণে শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৩
করাচিতে বিস্ফোরণে শিশুসহ নিহত ১১

ঢাকা: পাকিস্তানের করাচিতে একটি ফুটবল মাঠ প্রাঙ্গণে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৪ জন।

নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।

বুধবার সকালে করাচির লায়রি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ফুটবল মাঠে স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল।

মাঠে পার্ক করা একটি মোটরসাইকেলে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বোমাটি লুকানো ছিল বলে জানা গেছে। নিহতদের সবার বয়স ৬ থেকে ১৫ বছরের মধ্যে।

তবে কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। রাজ্যের মন্ত্রী সম্ভবত টার্গেট ছিলেন বলে একটি সূত্র উল্লেখ করেছে। তবে তিনি এ ঘটনায় অক্ষত আছেন।

বিস্ফোরণে আহত আমীর আলী আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেন, ‘ম্যাচ শেষ হওয়ার পর আমরা বের হওয়ার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। সবাই দৌড়াতে শুরু করলো। ’

উল্লেখ্য, করাচি পাকিস্তানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শহর হওয়া সত্ত্বেও এতে প্রায়ই উগ্রপন্থী বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ ও নাশকতা ঘটে। গত মার্চে একই এলাকার আব্বাস টাউনে বিস্ফোরনে ৪৫ জন নিহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৩
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।