ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ নাইরোবি বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৩
ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ নাইরোবি বিমানবন্দর

ঢাকা: কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার ভোরে পূর্ব আফ্রিকার অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ জোমো কেন্যাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের বর্হিগমন লাউঞ্জের ইমিগ্রেশন বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষ কেএএ জানিয়েছে, আগুন ছড়িয়ে পড়ায় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করে কর্তৃপক্ষ।

আগুন ভয়াবহ আকার ধারণ করেছে স্বীকার করে পরিবহন বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব মিচায়েল কামাও জনগণকে বিমানবন্দর থেকে দূরে অবস্থানের আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর অনলাইন সংস্করণে প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্রে দেখা যায়, বিমানবন্দরের প্রধান ভবনগুলো থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটার বার্তায় জানিয়েছে, বিমানবন্দরের ভেতরের লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে, তবে ভেতরে এখন কেবল জরুরি সেবাকর্মীরাই থাকছেন। এছাড়া, আগুন নেভাতে দমকল বাহিনীসহ জরুরি সেবা সংস্থাগুলো প্রাণান্তর কাজ করছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া, কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাও অস্পষ্ট।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৩
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।