নয়াদিল্ল: পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে রক্ত ঝরেছে দফায় দফায়। রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ।
এবার সেই রেশ ছড়িয়েছে রাজধানী নয়াদিল্লিতেও। পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার দাবিতে বুধবার কেন্দ্রীয় সংসদ (লোকসভা) ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বাম সাংসদরা।
বিক্ষোভ সমাবেশে কমিউনিস্ট পার্টির (মার্ক্সিস্ট) পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করছে শাসক দল।
তিনি বলেন, ১৯৭২ সালের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ভোটে রাজ্যজুড়ে হামলায় বহু বাম কর্মী-সমর্থক নিহত হয়েছেন। প্রায় চার হাজার ভোটকেন্দ্র দখল করা হয়েছে।
পঞ্চায়েত ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ বলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও কটাক্ষ করেন সীতারাম।
অবশ্য বুধবার সংসদে তৃণমূল সাংসদরা বাম নেতাদের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন।
জানা গেছে, বুধবার ভারতজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও দিবস’ পালন করছেন সিপিএমের কর্মী সমর্থকরা।
বাংলাদেশ সময় : ১৫১৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৩
এসপি/সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর