ঢাকা: ‘আমরা বিজয় উদযাপন করতে পারি। কিন্তু দয়া করে কেউ গা ভাসিয়ে দেবেন না।
তিনি বলেন, আমাদের আংশিক বিজয় হয়েছে কিন্তু চূড়ান্ত বিজয় হয়নি। কাঁদানে গ্যাস, জলকামান ও রাবার বুলেটের বিরুদ্ধে লড়াই করে আন্দোলন চালিয়ে যাওয়ায় বিক্ষোভকারীদের প্রশংসা করেন তিনি।
তিনি বলেন, আমরা আমাদের হাতে তাদের জব্দ করেছি।
সুথেপ বলেন, যতদিন পর্যন্ত সিনাওয়াত্রা পরিবার থাইল্যান্ডের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবে ততদিন পর্যন্ত এ আন্দোলন চলবে।
৫ ডিসেম্বর পুনরায় সমাবেশ শুরু করার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু কোনো সন্দেহ যারা। তিনি চূড়ান্ত লক্ষ্য আদায়ে সবাইকে ধৈর্য্য ধারণ করে থাকতে বলেছেন।
এর আগে পুলিশ সদর দফতর ও প্রধানমন্ত্রী কার্যালয় ‘গভর্নমেন্ট হাউসের’ সামনে থেকে বিরোধীদের প্রধান ব্যারিকেড গুড়িয়ে দেয় পুলিশ। সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকেও পিছু হটতে শুরু করে বিরোধীরা।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৩