ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এডওয়ার্ড জে. স্নোডেন সে দেশের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁস করে দেওয়ার পর ব্রিটেনের সংবাদপত্র জগতেও আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন দ্য গার্ডিয়ান পত্রিকার সম্পাদক অ্যালান রুশব্রিজার।
তিনি মঙ্গলবার ব্রিটেনের পার্লামেন্ট দেওয়া এক বক্তব্যে জানান, স্নোডেনের ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সংবাদপত্র জগতে আতঙ্ক বিরাজ করছে।
অ্যালান রুশব্রিজার বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে সরকারি সংস্থার লোকজন সংবাদপত্র অফিসে অন্তত ১০০ বার হানা দিয়েছে এবং এর ফলে সংবাদপত্র জগতে ভীতির সঞ্চার হয়েছে। ’
তিনি অভিযোগ করেন, ‘গার্ডিয়ান অফিসেও সরকারি সংস্থার লোকজন হানা দিয়ে অফিসের কম্পিউটার ডিস্ক নষ্ট করে ফেলেছে। ’
তিনি বলেন, ‘এ সময়ে সংসদ সদস্যরাও পুলিশকে এ কাজ করতে সমর্থন দিয়েছেন। ’
উল্লেখ্য, দ্য গার্ডিয়ান স্নোডেন বিষয়ে সংবাদ ও নিবন্ধ প্রকাশ করে আসছিল। এ ছাড়াও গার্ডিয়ান সম্পাদক অ্যালান রুশব্রিজারকে ব্রিটেনের নিরাপত্তা বিষয়ক তথ্য প্রকাশের ঘটনায় সে দেশের সংসদীয় কমিটির মুখোমুখি হতে হয়।
এ সময় তাকে সংসদ সদস্য বিশেষ করে রক্ষণশীল দলের সংসদ সদস্যদের বিরূপ প্রশ্নের মুখোমুখি হতে হয়।
সংসদ সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করে রুশব্রিজারকে বলেন, দ্য গার্ডিয়ান সরকার এবং নিরাপত্তা বিষয়ক তথ্য প্রকাশ করে দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দায়িত্বহীন কাজ করেছে। পত্রিকাটি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
সংসদ সদস্যরা রুশব্রিজারের কাছে জানতে চান, তিনি দেশকে ভালোবাসেন কিনা। এর উত্তরে রুশবিজার বলেন, ‘হ্যাঁ। তবে গণতন্ত্রকে অনেক বেশি মূল্যায়ন করি এবং মুক্ত গণমাধ্যমের পক্ষপাতী আমি। ’
সংসদীয় কমিটির মুখোমুখি হওয়ার আগে ব্রিটিশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ক্রেসিডা ডিক অ্যালান রুশব্রিজারের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে অস্বীকার করেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘কিছু মানুষ এ ঘটনায় অনেক বেশি আক্রমণাত্মক ভূমিকা পালন করছেন। ’
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার তথ্য ফাঁস করে দেওয়ার পর স্নোডেন বিষয়ে তথ্য প্রকাশে দ্য গার্ডিয়ান সম্পাদক অ্যালান রুজব্রিজার অনেক বেশি আগ্রহী ছিলেন। তিনি সাংবাদিকদের জানান, সাংবাদিকদের নতুন এক অধ্যায়ের সঙ্গে খাপ খাইয়ে চলতে হচ্ছে, যেখানে সরকারি গোপনীয় তথ্য ক্ষেত্রেও কাজ করতে হচ্ছে। এ জন্য সাংবাদিকদের অনেক বেশি ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে।
তবে দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল জাতীয় নিরাপত্তা বিষয়ক সংবাদ প্রকাশ করার বিষয়টির অভিযোগে অস্বীকার করেছে।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৩