ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লি বিধানসভার নির্বাচন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৩
দিল্লি বিধানসভার নির্বাচন চলছে

কলকাতাঃ চলছে দিল্লি বিধানসভার নির্বাচন। ৭০টি বিধানসভা আসনে বুধবার একদিনেই এই নির্বাচন পরিচালনা করা হচ্ছে।

দিল্লি বিধানসভার মূল প্রতিদ্বন্দি কংগ্রেস, বিজেপি এবং প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দিতায় নামা দল আম আদমি পার্টি।

এছাড়াও এই ভোটে অংশ গ্রহণ করছে সিপিআই, সিপিএমসহ বহুজন সমাজ পার্টির মত দলগুলি।

মোট ১ কোটি ১৯ লক্ষ ৩৬ হাজার ৫৮২ জন ভোটার প্রতিদ্বন্দি বিধানসভার ৭০ টি আসনে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এই নির্বাচনেই ভাগ্য নির্ধারিত হবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শিলা দীক্ষিতের।

দিল্লির উন্নয়ন ছাড়াও এই নির্বাচনে রাজধানীর নিরাপত্তা, মহিলাদের উপর ঘটে যাওয়া আক্রমন, মূল্যবৃদ্ধি, দুর্নীতি প্রধান বিষয় গুলির মধ্যে অন্যতম।

নির্বাচনকে কেন্দ্র করে অভূতপূর্ব নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পরিবহন পরিসেবার ক্ষেত্রে বিশেষ ভাবে নজর দিয়েছে প্রশাসন।

রাজনৈতিক বিশেষঞ্জরা মনে করছেন দিল্লি নির্বাচনের ফলাফল অনেকটাই আগামী লোক সভা নির্বাচনের গতি প্রকৃতি বুঝতে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।