ঢাকা: পূর্ব চীন সাগরে চীনঘোষিত নতুন ‘বিমান প্রতিরক্ষা অঞ্চল’ নিয়ে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বেইজিং পৌঁছালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে, প্রতিরক্ষা অঞ্চলের ব্যাপারে ‘ভ্রান্ত মন্তব্য’ করা উচিত হবে না বলে বাইডেনকে সতর্ক করে দিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ব গণমাধ্যম ।
বেইজিংয়ে অবস্থানকালে বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি দেশটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।
বিমান প্রতিরক্ষা অঞ্চল নিয়ে সামরিক উত্তেজনা হ্রাসে সোমবার থেকে পূর্ব এশিয়া সফরে রয়েছেন বাইডেন। তিনি জাপান সফর শেষে টোকিও থেকে বেইজিং পৌঁছান। যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত জাপানকে সমর্থন দিতেই তিনি জাপান সফর করেছেন বলে মনে করা হচ্ছে।
চীন সফরের পর বাইডেন দক্ষিণ কোরিয়া সফর করবেন।
গত মাসে পূর্ব সাগরের বিতর্কিত সেনকাকু বা দিয়াউ দ্বীপপুঞ্জে নতুন ‘বিমান প্রতিরক্ষা অঞ্চলে’র ঘোষণা দেয় চীন। চীন জানায়, ওই অঞ্চল দিয়ে বিমান ওড়ার ক্ষেত্রে অবশ্যই প্রতিরক্ষা বিধি মেনে চলতে হবে।
এদিকে জাপানও ওই অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। অংশীদারিত্ব দাবি করছে তাইওয়ান ও দক্ষিণ কোরিয়াও।
যুক্তরাষ্ট্র, জাপান, ও দক্ষিণ কোরিয়া চীনের এ প্রতিরক্ষা অঞ্চলকে প্রত্যাখান করে অঘোষিতভাবে ওই অঞ্চল দিয়ে সামরিক বিমান উড়িয়েছে।
শুক্রবার চীন ওই অঞ্চল দিয়ে যুক্তরাষ্ট্র ও জাপানের বিমান পর্যবেক্ষণের জন্য যুদ্ধবিমানের সমন্বিত টহল বাড়িয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৩