ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বৈরুতে হিজবুল্লাহ নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৩
বৈরুতে হিজবুল্লাহ নেতা নিহত

ঢাকা: লেবাননের শিয়া মুসলিমদের রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর এক শীর্ষ নেতা দেশটির রাজধানী বৈরুতে নিহত হয়েছেন।

হিজবুল্লাহ পরিচালিত টেলিভিশন আল-মানার জানিয়েছে, হাসান লাক্কিস নামে ওই নেতা বৈরুত থেকে ৭ কিলোমিটার দক্ষিণপূর্বে হাদাথে তার বাড়ি কাছে  হামলায় নিহত হন।

হিজবুল্লাহ লাক্কিসের মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখান করেছে।

এ ঘটনার এক দিন আগে মঙ্গলবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ গত মাসে বৈরুতের ইরানি দূতাবাসের কাছে বোমা হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেন। লেবাননের এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানি দূতাবাসে হামলার সঙ্গে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা জড়িত।

সিরিয়ায় চলমান সংকটে  দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সশস্ত্র যোদ্ধা পাঠাচ্ছে হিজবুল্লাহ। ইরান এর সমর্থন দিচ্ছে। অন্যদিকে সৌদি আরব বাশারের বিপক্ষে সুন্নি বিদ্রোহীদের পক্ষে অবস্থান নিয়েছে।

বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, বাড়ি ফেরার পথে লাক্কিসকে হত্যা করা হয়। তবে লাক্কিস কিভাবে নিহত হন এ ব্যাপারে কিছু জানায়নি সংগঠনটি।  

তারা জানিয়েছে, ইসরায়েল এর আগেও কয়েকবার লাক্কিসকে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
সিরিয়া সংকটের প্রভাবে এর পাশের দেশ লেবাননেও উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।