ঢাকা: বিশ্বনন্দিত রাজনৈতিক নেতা নেলসন ম্যান্ডেলা বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে গেলেও বর্তমানে তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছেন।
মঙ্গলবার এ নেতার বড় মেয়ে ম্যাকাইজি ম্যান্ডেলা সংবাদমাধ্যমকে বলেন, ‘বাবা আমাদের সঙ্গে এখন পর্যন্ত রয়েছেন।
তিনি বলেন, ‘তবে তিনি (ম্যান্ডেলা) ভালোভাবে কথা বলতে পারছেন না। বর্তমানে তিনি মৃত্যু শয্যায় রয়েছেন। ’
ম্যাকাইজি বলেন, ‘আমি মনে করি, বাবা আমাদের এখনো অনেক কিছুই শেখাচ্ছেন। ধৈর্য ধরার শিক্ষা, ভালোবাসার শিক্ষা এবং সহনশীলতার শিক্ষা দিচ্ছেন। ’
বিশ্বনন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব নেলসন ম্যান্ডেলা বর্তমানে অসুস্থ অবস্থায় দক্ষিণ আফ্রিকার জোহানেস বার্গের বাড়িতে অবস্থান করছেন। এর আগে ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তিনি তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার বয়স ৯৫ বছর।
ম্যান্ডেলার বড় মেয়ে বলেন, ‘প্রতিটা মুহূর্ত, প্রতিটি মিনিট বাবা আমাকে অবাক করে দিচ্ছেন। আমি যখন তার কাছ থেকে আসলাম, তখন তাকে শক্ত-সামর্থ্য মনে হয়েছে। তাকে একজন সাহসী যোদ্ধা মনে হয়েছে আমার। ’
তিনি বলেন, ‘এমন কী যদি আপনি তাকে দেখেন, তাহলে দেখবেন, তিনি লড়াই করেই চলেছেন। লড়াই করার স্পৃহা তার মধ্যে রয়েছে। ’
গত মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা নেলসন ম্যান্ডেলাকে দেখতে যান। তাকে দেখে আসার পর জ্যাকব জুমা সংবাদমাধ্যমকে বলেন, ‘ম্যান্ডেলার অবস্থা সংকটজনক। কিন্তু অবস্থা অপরিবর্তিত রয়েছে। ’
এদিকে, নেলসন ম্যান্ডেলার নাতি নাদাবা ম্যান্ডেলা বলেন, ‘দাদু আমাদের সঙ্গেই রয়েছেন। যখনই তাকে দেখবেন, তখনই মনে হবে তিনি লড়াই করে চলেছেন। লড়াই করার স্পৃহা এখনো তার মধ্যে কাজ করছে। ’
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৩