ঢাকা: দু’দিন আগেও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরকারি ভবনগুলো দখল করে নিয়েছিল থাইল্যান্ডের বিক্ষোভকারীরা। ভাঙচুর চালিয়েছে পুলিশ সদরদপ্তরসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়।
কিন্তু দেশের সবচেয়ে মহামান্য ব্যক্তিত্বের জন্মদিনে এককাতারে এসে গেলো দু’দিন আগেও এমন ঘোরবিরোধী অবস্থানে থাকা থাইল্যান্ডের সরকার ও বিরোধীরা।
বিক্ষোভে সৃষ্ট অস্থিরতার মধ্যেই দেশটির রাজা ভূমিবল আদুলায়েজের ৮৬তম জন্মদিন উদযাপিত হচ্ছে বৃহস্পতিবার।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাজার জন্মদিন উৎসবকে কেন্দ্র করে রাস্তা, পথ-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানোর কাজ চলছে। ইতোমধ্যে রাজভবনের কাছে রাস্তায় জড়ো হতে শুরু করেছেন হাজারো মানুষ।
সংবাদ মাধ্যমগুলো বলছে, যে রাস্তায় ক’দিন আগে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে রক্ত বয়েছে, সেই রাস্তায়ই এখন চলছে ফুল বিছানোর কাজ। আর এ কাজে সরকারি বাহিনীকে সরাসরি সহযোগিতা করছে বিক্ষোভকারীরাই।
বুধবারও ব্যাংককের ডেমোক্রেসি মন্যুমেন্ট সাজানো-গোছানোর কাজে এক হয়ে কাজ করেছে সরকারি বাহিনী ও বিক্ষোভকারীরা। এখানেই রাষ্ট্রীয়ভাবে রাজার জন্মদিনের অনুষ্ঠান উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাংকক পোস্ট জানিয়েছে, হুয়া হিন শহরে অবস্থিত রাজভবন ক্লাই কাঙ্গবোন প্রাসাদের সামনে রাজাকে স্বচক্ষে দেখার জন্য জড়ো হয়েছেন হাজারো মানুষ। এছাড়া, রাজার জন্মদিন উৎসবে যোগ দিতে ইচ্ছুক জনগণকে আনা-নেওয়ার জন্য বিশেষ বাস ও ট্রেন সার্ভিস চালু করেছে সরকার।
জন্মদিনে ঐতিহ্য অনুযায়ী ভাষণ দেবেন রাজা। রেওয়াজ অনুযায়ী তার পর্যবেক্ষণে কোনো রাজনৈতিক অস্থিরতা ধরা পড়লে তিনি উভয়পক্ষকে সতর্ক করে দেবেন এবং দেশের স্বার্থে স্থায়ী সমাধানের আহ্বান জানাবেন।
সে হিসেবে সরকার ও বিরোধী উভয়পক্ষের তরফে আশা করা হচ্ছে, চলমান অস্থির পরিস্থিতিতে দেশ ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ দেবেন রাজা।
এর আগে, দেশটির সবচেয়ে সম্মানীয় ব্যক্তিত্বের জন্মদিন উপলক্ষে মঙ্গলবারই সরকারের সঙ্গে সাময়িক সমঝোতা চুক্তি করে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা সরকারের পদত্যাগ দাবি করা বিরোধীরা।
বর্তমানে রাজার জন্মদিনের প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী কার্যালয় ‘গভর্নমেন্ট হাউস’র সামনে শান্তিপূর্ণ অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের দাবি, ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট থাকসিন সিনাওয়াত্রাকে দুর্নীতির মামলা থেকে রেহাই দিতে আইন প্রণয়ন করেছেন তার বোন ইংলাক। তাছাড়া, ইংলাক সরকারের আড়ালে দেশ পরিচালনা করছে থাকসিনের বাহিনীই।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৩