ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চুরি করে জীবন সংশয়ে চোরেরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৩
চুরি করে জীবন সংশয়ে চোরেরা

ঢাকা: মেক্সিকোতে বিপজ্জনক তেজস্ক্রিয় চিকিৎসা সামগ্রী চুরি করে জীবন সংশয়ে ভুগছেন চোরেরা। অবশ্য ট্রাকসহ চুরি যাওয়া তেজস্ক্রিয় সামগ্রীগুলো উদ্ধার করেছে পুলিশ।

বিপজ্জনক তেজস্ক্রিয় সামগ্রীগুলো সরিয়ে ফেলা হয়েছে। তেজস্ক্রিয় সামগ্রীর মধ্যে কোবাল্ট-৬০ ছিল। না বুঝে এটি নাড়াচাড়ার কারণেই চোরেরা জীবন ঝুঁকিতে রয়েছেন।  

চোরেরা জীবনঝুঁকিতে থাকলেও স্থানীয় বাসিন্দারা কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকিতে নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোমাবার তেজস্ক্রিয় পদার্থ বোঝাই ওই ট্রাকটি মেক্সিকো সিটির কাছ থেকে চুরি যায়।

চুরি যাওয়ার জায়গা থেকে ২ কিলোমিটার দূরে হুয়েপোক্সলা শহর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

জাতীয় পারমাণবিক নিরাপত্তা কমিশনের (এনএনএসসি) কর্মকর্তা মারদোনিও বলেন, যারা তেজস্ক্রিয় পদার্থগুলো নাড়াচাড়া করেছিলেন তাদের মৃত্যুও ঘটতে পারে। কারণ পদার্থগুলোর তীব্রতা অনেক বেশি ছিল।

তিনি বলেন, তাদের হাসপাতালে যেতেই হবে। আমরা তাদের জন্য অপেক্ষা করব।

পদার্থগুলো কর্তপক্ষের কাছে নিরাপদে রাখা হয়েছে। ঘটনাস্থল সিল করে দিয়েছে সেনাবাহিনী।

কোবাল্ট-৬০ ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় পদার্থগুলো তিজুয়ানা শহরের একটি হাসপাতাল থেকে অপসারণ কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।