ঢাকা: আল কায়েদার সাবেক প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সন্ধান দেওয়ায় অভিযোগ থাকা পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদির মামলার পুনর্বিচারের রায় ১৮ ডিসেম্বর ঘোষণা হবে। দেশটির কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত উপজাতীয় এলাকার (ফেডারালি অ্যাডমিনিস্ট্রেড ট্রাইবাল এরিয়াস-ফাতা) একটি ট্রাইব্যুনাল সোমবার এ দিন ধার্য করেছে।
শাকিল আফ্রিদির বড় ভাই জামিল আফ্রিদি জানিয়েছেন, প্রশাসন তার ভাইকে ফাঁদে ফেলার চেষ্টা চালাচ্ছে। তারা এ ধরনের আদালত থেকে ন্যায্য বিচার আশা করছেন না।
আট বছর আগে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা যাওয়ার ঘটনায় তার বিচার চলছে।
জামিল বলেছেন, আট বছর আগে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তার সঙ্গে তার ভাইয়ের কোনো সম্পর্ক নেই।
ভুয়া ভ্যাকসিন কর্মসূচি চালিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএকে ওসামা বিন লাদেনর অবস্থান শাকিল জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন অভিযান চালিয়েছে মার্কিন কমান্ডো বাহিনী বিন লাদেনকে হত্যা করে।
এরপর শাকিল আফ্রিদিকে গ্রেফতার করা হয়। ২০১২ সালের ২৩ মে বিশ্বাসঘাতকতার জন্য তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রথমে ধারণা করা হয়েছিল, বিন লাদেনের অবস্থান জানিয়ে দেওয়ার অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু পরে জানা যায়, স্থানীয় একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকায় তাকে কারাদণ্ড দেওয়া হয়।
এরপর ২০১৩ সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে তার বিরুদ্ধে রোগীকে ভুল চিকিৎসা দিয়ে হত্যার অভিযোগে মামলা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৩