ঢাকা: নেলসন ম্যান্ডেলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে দক্ষিণ আফ্রিকা সরকার। বিভিন্ন আন্তজাতিক গণমাধ্যম বেশ গুরুত্ব দিয়ে এই অধিবেশন সম্প্রচার করছে।
অধিবেশনের শুরুতেই সবাই দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর একে একে দেশ ও জাতির প্রতি ম্যান্ডেলার অবদানের কথা তুলে ধরে ভাষণ প্রদান করেন মন্ত্রিরা। অনেক প্রবীণ নেতা ম্যান্ডেলার সঙ্গে তাদের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতি টানেন।
গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত আটটা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যান্ডেলা। তার মৃত্যুর সংবাদে শোকের সাগরে ভাসছে আফ্রিকা তথা পুরো বিশ্ব।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৩