ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ম্যান্ডেলার শ্রদ্ধায় সংসদে বিশেষ অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৩
ম্যান্ডেলার শ্রদ্ধায় সংসদে বিশেষ অধিবেশন

ঢাকা: নেলসন ম্যান্ডেলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে দক্ষিণ আফ্রিকা সরকার। বিভিন্ন আন্তজাতিক গণমাধ্যম বেশ গুরুত্ব দিয়ে এই অধিবেশন সম্প্রচার করছে।

সংসদে দ. আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাসহ মন্ত্রিপরিষদের সকল সদস্যরা উপস্থিত আছেন। এখনও অধিবেশন চলছে।

অধিবেশনের শুরুতেই সবাই দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর একে একে দেশ ও জাতির প্রতি ম্যান্ডেলার অবদানের কথা তুলে ধরে ভাষণ প্রদান করেন মন্ত্রিরা। অনেক প্রবীণ নেতা ম্যান্ডেলার সঙ্গে তাদের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতি টানেন।

গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত আটটা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যান্ডেলা। তার মৃত্যুর সংবাদে শোকের সাগরে ভাসছে আফ্রিকা তথা পুরো বিশ্ব।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।