ঢাকা: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-সিএআর) সহিংসতায় ফ্রান্সের দুই সেনাসদস্য নিহত হয়েছেন বলে ফ্রান্সের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন।
প্রেসিডেন্ট ফ্রাঙ্কোয়িস হল্যান্ডে বিবৃতিতে এ ঘটনাকে ‘গভীর শোকে নিমজ্জিত হওয়া’ বলে উল্লেখ করেছেন।
ফ্রান্সের জাতীয় সংসদের মুখপাত্র ক্লদে বার্তোলোনে সাংবাদিকদের বলেন, ওই দুই ছত্রীসেনা বানগুয়াই বিমানবন্দরের কাছে এক সংঘর্ষের ঘটনায় আহত হন। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। সোমবার রাতে মারা যান তারা।
গত সপ্তাহে সিএআরে জাতিসংঘ সমর্থিত অভিযানে ১৬০০ সেনা মোতায়েন করে ফ্রান্স। এরপর প্রথমবারের মতো দেশটিতে ফ্রান্সের সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল।
গত সপ্তাহের শেষ দু`দিনে বানগুয়াইয়ে সহিংসতায় অন্তত ৩০০ জন নিহত হন। দেশটিতে জাতিগত কারণে গণহত্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের কয়েক শ সেনা শহরটিতে অবস্থান করছে।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিশেল জোতোদিয়া এ বছরের মার্চে প্রেসিডেন্ট বোজিজেকে ক্ষমতাচ্যুত করে প্রথম মুসলিম নেতা হিসেবে দেশ শাসনভারের দায়িত্ব নেন। এরপর থেকেই দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৩