কলকাতাঃ আমার জীবদ্দশায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের এক উক্তির এভাবেই কড়া জবাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং।
বুধবার পাকিস্তানের একটি বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশিত হয়- ‘জন্মু ও আজাদকাশ্মীর কাউন্সিল’র এক সম্মেলনে নওয়াজ শেরিফ মন্তব্য করেন কাশ্মীরকে কেন্দ্র করে যে কোন দিন ভারত-পাকিস্তান যুদ্ধ লাগতেই পারে।
যদিও নওয়াজ শরিফের দপ্তর থেকে এখনও সরকারিভাবে এই প্রসঙ্গে কোন স্বীকারোক্তি আসেনি।
ইসলামাবাদে ‘আল পার্টি হুরিয়ত কনফারেন্স’র এক সভায় নওয়াজ শরিফ বলেন, তিনি স্বপ্ন দেখেন যে তার জীবদ্দশাতেই একদিন কাশ্মীর পাকিস্তানের হাতে আসবে।
যদিও ওই সম্মেলনে কাশ্মীর সমস্যার সমাধান নিয়ে যথেষ্ট উৎসাহী ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এরআগে তিনটি ভারত-পাক যুদ্ধের সাক্ষী দুই দেশ। একটি ১৯৬৫ সালে পরেরটি ১৯৭১ সালে এবং সর্বশেষ যুদ্ধটি ১৯৯৯ সালে কার্গিলে।
এছাড়া ভারতের তরফে এরইমধ্যে বহুবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘন করার অভিযোগ উঠেছে।
কিছুদিন আগেই আমেরিকা সফরে গিয়ে আমেরিকার হস্তক্ষেপ দাবী করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু প্রথম থেকেই ভারত কাশ্মীর সমস্যায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ’র বিরোধী।
ভারতের লোকসভা নির্বাচনের আগে এই ধরনের মন্তব্যে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারতের রাজনৈতিক মহলে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৩