ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইন অমান্য করে আন্দোলন করল রাজ্য কংগ্রেস

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ভারতের রাজ্য সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বৃহস্পতিবার আইন অমান্য করে আন্দোলন করেছে রাজ্য কংগ্রেস। মূলত গত কয়েক মাসে প্রচুর সংখ্যায় কংগ্রেস নেতাকর্মী দল ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে।

ফলে এদিনের আন্দোলন কর্মসূচি কংগ্রেসের কাছে ছিল অস্তিত্ব টিকিয়ে রাখার এবং শক্তি প্রদর্শনের লড়াই।

এ বছর ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হয়েছিল বিধানসভা নির্বাচন। সেখানে কংগ্রেসের ভরাডুবি ঘটে। পরাজয়ের পর প্রায় দশ মাস পর আন্দোলনে নামল রাজ্য কংগ্রেস।

রাজধানী আগরতলা এবং তার আশেপাশের এলাকা থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা এদিন যোগ দেন আইন অমান্য কর্মসূচিতে। রাজধানীর বিবেকানন্দ ময়দান থেকে দুপুরে বের হয় মিছিল। মিছিল রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ফায়ার সার্ভিস চৌমুহনীতে এসে মিলিত হয়। সেখানেই হয় আইন অমান্য কর্মসূচি।

এদিনের দলীয় কর্মসূচিতে কংগ্রেসের প্রায় সব নেতাই উপস্থিত ছিলেন। কর্মসূচী নিয়ে বলতে গিয়ে বিধানসভার বিরোধী দল নেতা সুদীপ রায় বর্মণ বলেন, দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার উন্নয়নের টাকা পাঠাচ্ছে আর এখানে এই টাকা লুটেপুটে নিচ্ছে সিপিএমের নেতা মন্ত্রীরা।

তিনি বলেন, একের পর এক কেলেঙ্কারি চলছে রাজ্যে। অথচ সরকারের কোন হুশ নেই। ওষুধের নামে সরকারি হাসপাতালগুলোতে ভেজাল ওষুধ খাওয়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধেই আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কংগ্রেস।

বৃহস্পতিবার সেই আন্দলনের প্রথম ধাপ হিসাবে আইন অমান্য আন্দোলন করা হল বলে সুদীপ রায় বর্মণ জানান।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।