ঢাকা: আফ্রিকার বর্ণবাদ অবসানের নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা (১৯১৮-২০১৩) আর নেই।
৯৫ বছর বয়সে জোহানেসবার্গের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় চির না ফেরার দেশে চলে গেলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা বৃহস্পতিবার রাতে সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক বার্তায় ম্যান্ডেলার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
ম্যান্ডেলার মৃত্যুর মধ্য দিয়ে জাতি তার শ্রেষ্ঠ সন্তান ও জাতির পিতাকে হারালো বলে মন্তব্য করেন জেকব।
দক্ষিণ আফ্রিকায় যখন সংখ্যালঘু শ্বেতাঙ্গ সম্প্রদায়ের আধিপত্য, নিপীড়ন ও বৈষম্যমূলক শাসন ব্যাবস্থা চলছিল তখন আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটিয়ে বহু বর্ণ ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নের্তৃত্ব দিয়েছিলেন তিনি।
প্রতিবাদী কর্মকাণ্ডের অপরাধে দীর্ঘ ২৭ বছর কারাগারে কাটাতে হয়েছে তাকে। তার নেতৃত্বেই গত শতকের নব্বইয়ের দশকে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের আধিপত্যের অবসান ঘটে।
শ্বেতাঙ্গ শাসনের অবসানের পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৯ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন । তার সরকার সংস্থাগত বর্ণবাদ, দারিদ্র্য ও বৈষম্য মোকাবেলা এবং জাতিগত পুনর্মিলনের মাধ্যমে জাতিবিদ্বেষ থেকে মানুষকে মুক্তি দিতে কাজ করেছে।
এছাড়া ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট (ANC) হিসেবে কাজ করেন তিনি। এরপর আন্তর্জাতিকভাবে ১৯৯৮ থেকে ১৯৯৯ পর্যন্ত জোট নিরপেক্ষ আন্দোলনের মহাসচিবের দ্বয়িত্ব পালন করেন ম্যান্ডেলা।
শুধু দক্ষিণ আফ্রিকা নয়, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য ১৯৯৩ সালে শান্তির জন্য নোবেল পুরস্কারও পান তিনি।
উল্লেখ্য, ১৯১৮ সালে আফ্রিকার থেম্বো রাজ পরিবারে জন্ম ম্যাল্ডেলান। জন্মের পর তার নাম রোলিহ্লাহলা ডালিভুঙ্গা মানডেলা রাখা হলেও আফ্রিকার আপামর মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন মাদিবা নামেই।
বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩ / আপডেটেড: ০৫৫৫ ঘণ্টা