ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছিট মহল ও জলবণ্টন নিয়ে মমতার দ্বারস্থ দিল্লি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৩
ছিট মহল ও জলবণ্টন নিয়ে মমতার দ্বারস্থ দিল্লি

কলকাতা: বাংলাদেশের সঙ্গে সীমান্ত পুনর্নির্ধারণ চুক্তি নিয়ে জটিলতা কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হতে চলেছে ভারত সরকার।

সংসদের চলতি শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার এমন কয়েকটি বিল আনতে চাইছে যার তীব্র বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

যার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত পুনর্নির্ধারণ বিল ও সাম্প্রদায়িক হিংসা রোধ বিল।

জানা গেছে, আগামী সোমবার দিল্লী যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে লোকসভার সেন্ট্রাল হলে চা পানে হাজির থাকবেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সলমন খুরশিদ বৃহস্পতিবার জানান, সীমান্ত পুনর্নির্ধারণ বিল নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছলে আগামী সোমবারও সেই কথা হতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

খুব দ্রুত ছিটমহল বিনিময় ও সীমান্ত পুনর্নির্ধারণ এবং তিস্তার জল বণ্টন করতে প্রতিশ্রুতি দিয়েছিলেন ড. মনমোহন সিং। কিন্তু দু’টি ক্ষেত্রেই প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফলে সলমন খুরশিদের কাছে  কাজটা বেশ কঠিন।   তবে তিনি আশা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পারলে এ নিয়ে খুব দ্রুত এগোনো সম্ভব হবে।

সবকিছুই নির্ভর করছে ভারতের চারটি রাজ্যের ভোটের ফলাফলের পর তৈরি হওয়া রাজনৈতিক সমীকরণের উপর।

বাংলাদেশ সময়:  ১০৫২  ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।