ঢাকা: জাতিসংঘ মানবাধিকার পুরস্কার পেলেন পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই।
মালালা ছাড়াও আরও ৫ জন পেয়েছেন জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ সম্মাননা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ‘ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস প্রাইজ’ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে জাতিসংঘের ‘অফিস অব দি হাই কমিশনার ফর হিউম্যান রাইটস’ (ওএইচসিএইচআর)।
গত বছর তালেবানদের প্রাণনাশের চেষ্টা থেকে বেঁচে যান পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দা মালালা ইউসুফজাই। নারী শিক্ষার পক্ষে প্রচারণা চালানোর কারণে তালেবানদের হামলার শিকার হন তিনি। মারাত্মক আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন তিনি। এরপর থেকেই সারা বিশ্বে নারী শিক্ষার অগ্রদূত হিসেবে অভিহিত হয়ে আসছেন মালালা ইউসুফজাই।
জাতিসংঘের মানবাধিকার পুরস্কার একটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার। প্রতি ৫ বছর পরপর এ পুরস্কার ঘোষণা করা হয়। এর আগে এ পুরস্কার পান সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এছাড়া সদ্য প্রয়াত নেলসন ম্যান্ডেলাকেও এ পুরস্কারে ভূষিত করা হয়।
আগামী ১০ ডিসেম্বর জাতিসংঘের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
জাতিসংঘের মানবাধিকার পুরস্কার ছাড়াও আরও বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার লাভ করেন মালালা। এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হন তিনি। এছাড়া গত সপ্তাহে বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে ইউরোপিয়ান ইউনিয়নের শাখারভ মানবাধিকার পুরস্কার তুলে দেওয়া হয়।
গত বছরের ৯ অক্টোবর পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের মিংগোরায় উগ্রপন্থি সংগঠন তেহরিক ই তালেবানের জঙ্গিরা গুলি করে মালালাকে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩