ঢাকা: আফ্রিকার গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তিনি। সারাবিশ্ব তাকে নেলসন ম্যান্ডেলা নামেই চেনে।
রোলিহালাহা, নেলসন, মাদিবা, টাটা, খুলু, ডালিভুঙ্গা-এসব নাম কিভাবে পেলেন বিশ্বের অবিসংবাদিত এ নেতা তা বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো-
রোলিহালাহা: জন্মের পর বাবা নাকসি মপহাকানিসাওয়া গালদা হেনরি ম্যালেন্ডার এ নাম রাখেন। দক্ষিণ আফ্রিকার অন্যতম সরকারি ভাষা এস্কোসায় এ অর্থ ‘গাছের ডাল টানা’। আসলে এর অর্থ হচ্ছে ‘সমস্যাসৃষ্টিকারী’।
নেলসন: পরিবার থেকে ‘সমস্যাসৃষ্টিকারী’ নাম পেলেও স্কুলে গিয়ে যে নামটি শিক্ষিকা এমদিনগানে দেন সেটিই তাকে বিশ্বের কাছে পরিচিত করেছে। নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের মতে, গ্রামের কুনু স্কুলে প্রথম দিন পাঁ রাখলে এমদিনগান রোলিহালার নাম দেন ‘নেলসন’। আসলে ১৯২০ এর দশকে দক্ষিণ আফ্রিকা ব্রিটিশ উপনিবেশভুক্ত থাকায় স্থানীয়দের সহজ ইংরেজি নাম দেওয়া প্রথায় পরিণত হয়েছিল।
মাদিবা: ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি পরিচিত ‘মাদিবা’ নামে। থেম্বু গোত্রভুক্ত হওয়ায় এ নাম তার। ১৯শতকে দেশের দক্ষিণাঞ্চলের ত্রানসকেই অঞ্চল শাসন করত থেম্বুগোত্রপতি মাদিবা। ম্যান্ডেলাকে ‘মাদিবা’ নামে ডেকে তার প্রতি অসীম শ্রদ্ধা আর ভালোবাসাই প্রকাশ করে দক্ষিণ আফ্রিকানরা।
টাটা: দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের জনক হওয়ার কারণে অনেকে তাকে ডাকেন ‘টাটা’ বলে। এস্কোসা ভাষায় এর টাটার অর্থ ‘বাবা’।
খুলু: শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলাকে শুধু ‘বাবা’ বলার মধ্যেই সীমাবদ্ধ রাখেননি দক্ষিণ আফ্রিকানরা। অনেকেই তাকে ‘দাদা’ বলে ডাকেন। এস্কোসা ‘খুলু’ শব্দের অর্থ ‘দাদা’। অনেক দক্ষিণ আফ্রিকান তাকে ‘খুলু’ বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে।
ডালিভুঙ্গা: অন্যান্য এস্কোসা বালকদের মতো ম্যান্ডেলায় ঐতিহ্যবাহী এস্কোসা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে যোগ দেওয়া ১৬ বছর বয়সী ম্যান্ডেলাকে দেওয়া হয় ‘ডালিভুঙ্গা’ নাম। এর অর্থ হচ্ছে, পরিষদের স্রষ্টা বা প্রতিষ্ঠাতা’ কিংবা ‘সংলাপের আহ্বায়ক’।
ম্যান্ডেলার নামগুলোর অর্থ ও উৎপত্তি নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩