ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রদ্ধাঞ্জলি

ভয় না থাকা সাহস নয়, ভয় জয় করাই সাহস

কামরুল হাসান কাইউম, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৩
ভয় না থাকা সাহস নয়, ভয় জয় করাই সাহস

ঢাকা: ৯৫ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ম্যান্ডেলা। তিনি আর ফিরবেন না, ফেরার কথাও নয়।

কিন্তু অবিনশ্বর তার আত্মা, তার মানবতার শক্তি। এ শক্তি কোনো না কোনোভাবে সবসময়ই পৃথিবীতে থাকবে। যেদিন থাকবে না, সেদিন হয়তো পৃথিবীও টিকে থাকবে না।

ম্যান্ডেলার মতো মানবতার পরাশক্তির মুখোমুখি পৃথিবী খুব বেশিবার হয়নি। ম্যান্ডেলারা পৃথিবীতে খুব বেশিবার আসেওনি।

বর্ণবাদ, দারিদ্র্য, বৈষম্যমূলক শাসন ব্যবস্থার মোকাবিলা ও জাতিগত পুনর্মিলনের জন্য যে শক্তি সারাজীবন ধরে কাজ করবে। শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করে, জুলুমমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখে জীবনের গুরুত্বপূর্ণ ২৭টি বছর কারাগারে কাটাবে। আজীবন মানবতার সিম্ফনিতে মোহমুগ্ধ করে রাখবে চারপাশকে।

ম্যান্ডলা ঠিক এমন সময় পৃথিবী ছেড়ে চলে গেলেন যখন পৃথিবীর মানবতার তাকে আরও অনেক বেশি প্রয়োজন। হয়তো বর্ণবাদ প্রত্যক্ষভাবে দূর হয়েছে, কিন্তু নিভৃতিতে এখনও তা কাজ করছে। এখনও মার্কিন মুলুকে কালো হয়ে জন্মানোর জন্য শ্বেতাঙ্গের গুলি খেয়ে মরতে হয়। এর কোনো বিচার হয় না, কারণ শ্বেতাঙ্গ জীবনের দাম অনেক বেশি! ম্যান্ডেলা ফিরে এসো বারবার আমাদের মাঝে।

পৃথিবীতে প্রতিদিনই আসছে অনেক নতুন জীবন। তাদের কেউই হয়তো আসবে অন্য নাম নিয়ে, অন্য কোনো দেশে কিন্তু ম্যান্ডেলাকে পূর্ণ ধারণ করে। শোষকগোষ্ঠীকে সে হয়তো বলবে, তুমি আমার সব কেড়ে নিতে পারো, কিন্তু হৃদয় থেকে ম্যান্ডেলাকে নয়।

ম্যান্ডেলা নেই। আমরা জানি। জানে দেশবাসী, বিশ্ববাসী। আমরা আরও জানি তবুও ম্যান্ডেলা আছেন, স্বরূপেই আছেন প্রতিটি মানুষের দেহের বাম অলিন্দের ছোট্ট কোঠরে। যেসব মানুষ স্বপ্ন দেখেন পৃথিবীকে আবার নতুনভাবে গড়বার।

ম্যান্ডেলা একজন প্রভাবকের নাম, মানবতার পক্ষে কাজ করতে যে প্রভাবক সবসময়ই কাজ করে। তার জীবনটাই অনুপ্রেরণার। অনুপ্রাণিত করে যায় প্রতিটি সজীব প্রাণকে।
 
ম্যান্ডেলাকে তুলে ধরার দুঃসাহসে বিশ্বকে অনুপ্রাণিত করা ম্যান্ডেলার পাঁচটি উক্তি বাংলানিউজ পাঠকদের জন্য তুলে দেওয়া হলো:  
 
‘শিক্ষা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এর মাধ্যমে তুমি বদলে দিতে পার পৃথিবীকে। ’

‘আমি শিখেছি ভয় না থাকাই সাহস নয়, ভয়কে জয় করাই সাহস। ভয়বোধ হয় না যার সে সাহসী ব্যক্তি নয় বরং ভয়কে যে জয় করতে পারে সেই সাহসী। ’

‘আমার সফলতা দিয়ে আমাকে বিচার কোরো না, আমি কতবার পড়ে গিয়েও আবার সোজা হয়ে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার কর। ’

‘জনগণের অধিকার অস্বীকার করা তাদের মানবতাকে লংঘন করার শামিল’

‘শৃঙ্খল ভেঙে ফেলাই স্বাধীনতা নয়, অন্যের স্বাধীনতাকে সম্মান করে বেঁচে থাকাই স্বাধীনতা। ’

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।