ঢাকা: উত্তর ইউরোপে শক্তশালী ঝড়ের আঘাতে অন্তত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে নদীতে ঢেউ বেড়ে গেছে।
বৃহস্পতিবার হারিকেনের মতো শক্তিশালী ঝড় উত্তর ইউরোপে আঘাত হানে। স্কটল্যান্ডে ঝড়টি ঘণ্টায় ২২৮ কিলোমিটার বেগে আঘাত হানে। বন্যা মোকাবিলায় সেখানে প্রস্তুতিও নেওয়া হয়েছে।
স্কটল্যান্ডে ঝড়ের আঘাতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছেন দু’জন। যুক্তরাজ়্যের নটিংহামশায়ারে গাছ থেকে পড়ে আরেকজনের মৃত্যু হয়েছে। ডেনমার্কে ঝড়ের কারণে এক নারীর প্রাণহানির খবর পাওয়া গেছে।
জার্মানির হামবার্গে ঝড়ে নদী উত্তাল হওয়ার কারণে একটি বন্দর ঝুঁকির মুখে রয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ১৯৬২ সালের বন্যার চেয়েও মারাত্মক আকার ধারণ করতে পারে। ১৯৬২ সালে বন্যায় ৩০০ মানুষের প্রাণহানি ঘটে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩