ঢাকা: পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে অপহৃতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী পরিচালিত এক অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বৃহস্পতিবার জঙ্গিবাদের ভূমি বলে পরিচিত বালুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে।
বালুচিস্তানের স্বরাষ্ট্রসচিব আসাদ গিলানি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, বালুচ জঙ্গিদের কাছ থেকে অপহৃতদের উদ্ধারে এক অভিযান চালায় আমাদের বাহিনী। জঙ্গিরা তাদের বাধা দিলে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ জঙ্গি নিহত হন।
তিনি বলেন, এ সময় সংঘর্ষে এক সেনা সদস্য শহীদ হন, আহত হন আরেকজন।
বালুচিস্তানে কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ছাড়াও আল-কায়েদা সংযুক্ত তালেবান ও লস্কর-ই-জাংভি বেশ সক্রিয়। সংগঠন চালাতে তারা বিভিন্ন সময় অপহরণ করে মুক্তিপণ দাবি করে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩