ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছবির গল্পে মাদিবার সঙ্গে বিশ্ব তারকারা

আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৩
ছবির গল্পে মাদিবার সঙ্গে বিশ্ব তারকারা

প্রিন্সেস ডায়ানাকে পথ দেখাচ্ছেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। এইডস নিয়ে আলোচনায় সেবার দেশটিতে যান ডায়ানা।

ছবিটি ১৯৯৭ সালের ১৭ মার্চ দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে তোলা।

M2m

ম্যান্ডেলাকে ক্রিকেট ব্যাট উপহার দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক প্রয়াত হ্যান্সি ক্রনিয়ে। ১৯৯৭ সালের ৪ জানুয়ারি নিউল্যান্ডসে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লাঞ্চ বিরতিতে ছবিটি তোলা।

M3

প্রিন্স চার্লস ও নেলসন ম্যান্ডেলাকে ঘিরে বিখ্যাত ব্যান্ড স্পাইস গার্লসের মেল সি, ইমা, মেল বি, গ্যারি ও ভিক্টোরিয়া।

M4M

১৯৯৯ সালে কেপটাউনের একটি কনফারেন্সে মাদিবার সঙ্গে আমেরিকান প্রয়াত পপ স্টার মাইকেল জ্যাকসন।

M5

২০০১ সালে স্পেনের বার্সেলোনায় ‘ফ্রক এন রোল’ সহায়তামূলক কনসার্টের আগের প্রেস কনফারেন্সে। পাশে ব্রিটিশ মডেল নওয়ামি ক্যাম্পবেল।

M6

জোহানেসবার্গের হেনলিতে ম্যান্ডেলার সঙ্গে প্রখ্যাত মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে। ডিসেম্বর ০৬, ২০০২।

M7

বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মোহাম্মদ আলীকে ‘স্ট্রেইট লেফট’ ভঙ্গিতে ম্যান্ডেলা। ছবিটি ২০০৩ সালের জুনে দক্ষিণ আফ্রিকার স্পেশাল অলিম্পিকের সময় তোলা।

M8m
 
২০০৩ সালে দক্ষিণ আফ্রিক‍ার জোহানেসবার্গে ইংল্যান্ড ফুটবল দলের তৎকালীন অধিনায়ক ডেভিড বেকহ্যামের কাছ থেকে হাসিমুখে ম্যান্ডেলা লেখা একটি জার্সি নিচ্ছেন মাদিবা।

M9m

কেপটাউনে ‘এইডস বেনিফিট কনসার্টে’ মার্কিন গায়িকা বিয়ন্সকে শুভেচ্ছা জানাচ্ছেন ম্যান্ডেলা। ছবিটি ২৯ নভেম্বর ২০০৩ সালের।

M10

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ব্রায়ান চার্লস লারা তার অটোগ্রাফ ও শুভেচ্ছা বাণী লেখা একটি ক্রিকেট ব্যাট উপহার দিচ্ছেন মাদিবাকে। ছবিটি ২০০৫ সালে জোহানেসবার্গ ম্যান্ডেলা ফাউন্ডেশন থেকে তোলা।

M11

আফ্রিকার কালো মানিক নেলসন ম্যান্ডেলার সঙ্গে মার্কিন অভিনেতা ব্রাড পিট। ম্যান্ডেলার কয়েদি নম্বর ৪৬৬৬৪ বিষয়ক বিশেষ দূত নিযুক্ত হওয়ার পর ২০০৯ সালে ছবিটি তোলা।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।