ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের নলুয়ায় শহীদদের স্মরণে মাসব্যাপী অনুষ্ঠান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৩
ভারতের নলুয়ায় শহীদদের স্মরণে মাসব্যাপী অনুষ্ঠান

আগরতলা (ত্রিপুরা): আগরতলার নলুয়ায় বাম আন্দোলনে নিহত চার শহীদ স্মরণে সিপিএম মাসব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। দুই ডিসেম্বর থেকে পালন করা হচ্ছে নানা অনুষ্ঠান।

চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বাম আন্দোলনে শহীদ হওয়া চার নেতা হলেন-স্বপন, নীরেশ, সুশীল, মানিক।

মাসব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকছে- সেমিনার, স্বাস্থ্য শিবির, চিত্র প্রদর্শণী, সাইকেল প্রতিযোগিতা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সিপিএমের নলুয়া অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ বাংলানিউজকে জানিয়েছেন, নবীন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ঘটনা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর নলুয়ায় কংগ্রেসের বিরুদ্ধে কথা বলায় বাম আন্দোলনে নিহত হন তারা। কংগ্রেস নেতারা তাদের দেহ গুম করে ফেলেন। এ ঘটনায় তৎকালীন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সুধির মজুমদার জড়িত ছিলেন।

এদিকে ২৪ ডিসেম্বর শহীদ স্মরণ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং অর্থমন্ত্রী বাদল চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।