আগরতলা (ত্রিপুরা): আগরতলার নলুয়ায় বাম আন্দোলনে নিহত চার শহীদ স্মরণে সিপিএম মাসব্যাপী নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। দুই ডিসেম্বর থেকে পালন করা হচ্ছে নানা অনুষ্ঠান।
বাম আন্দোলনে শহীদ হওয়া চার নেতা হলেন-স্বপন, নীরেশ, সুশীল, মানিক।
মাসব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকছে- সেমিনার, স্বাস্থ্য শিবির, চিত্র প্রদর্শণী, সাইকেল প্রতিযোগিতা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সিপিএমের নলুয়া অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ বাংলানিউজকে জানিয়েছেন, নবীন প্রজন্মের কাছে শহীদদের আত্মত্যাগের ঘটনা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর নলুয়ায় কংগ্রেসের বিরুদ্ধে কথা বলায় বাম আন্দোলনে নিহত হন তারা। কংগ্রেস নেতারা তাদের দেহ গুম করে ফেলেন। এ ঘটনায় তৎকালীন কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সুধির মজুমদার জড়িত ছিলেন।
এদিকে ২৪ ডিসেম্বর শহীদ স্মরণ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং অর্থমন্ত্রী বাদল চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩