ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১৪ ডিসেম্বর সমাহিত হতে পারেন ম্যান্ডেলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৩
১৪ ডিসেম্বর সমাহিত হতে পারেন ম্যান্ডেলা

ঢাকা: নেলসন ম্যান্ডেলার রাষ্ট্রীয় শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়েছে। বিশ্ব মানবাধিকার আন্দোলনের এ অবিসংবাদিত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তার শেষকৃত্যে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা।



আশা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার পত্নী হিলারি থেকে শুরু করে প্রখ্যাত তারকা অপরাহ উইনফ্রেও শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বেসরকারি সূত্র জানিয়েছে, মাদিবাকে ১৪ ডিসেম্বর চির শায়িত করা হতে পারে। অবশ্য কোনো কোনো সূত্র জানিয়েছে, দেশটির সরকারি ছুটির দিন ‘পুনর্মিলন দিবস’ ১৬ ডিসেম্বরেও সমাহিত হতে পারেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট।

তবে এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যা বা রাতেই সরকারিভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।

আশা করা হচ্ছে, ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে বিশ্ব নেতাদের অংশগ্রহণ ১৯৯৪ সালে তার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শপথগ্রহণ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের উপস্থিতিকেও হার মানাবে। সে হিসেবে স্মরণকালের সবচেয়ে বৃহৎ অন্ত্যেষ্টিক্রিয়ানুষ্ঠান হতে চলেছে এটি।

উল্লেখ্য, শ্বাসযন্ত্রের সংক্রমণে ভোগা ম্যান্ডেলা বৃহস্পতিবার রাতে জোহানেসবার্গের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে ৮ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। জোহানেসবার্গের বাড়ি থেকে তার মরদেহ প্রিটোরিয়ার সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে। এখানে ৩ দিন রাখা হবে চির-স্তব্ধ ম্যান্ডেলাকে। এরপর ধারাবাহিকতা অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু করবে দেশটির সরকার।

সূত্র জানিয়েছে, ২০১০ বিশ্বকাপ ফুটবলের অয়োজক জোহানেসবার্গের সকার সিটি স্টেডিয়ামে ম্যান্ডেলার রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। এই স্টেডিয়ামেই জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন মাদিবা।

রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপনের পর পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে কুনুতে পারিবারিক সমাধিতে চির সমাহিত করা হবে ম্যান্ডেলাকে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।