ঢাকা: মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক-সিএআর) রাজধানী বানগুয়াইয়ে গত দু’দিনের সহিংসতায় অন্তত ৩০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেডক্রস।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতিসংঘের উদ্যোগে ফ্রান্সের কয়েক শ সেনা শহরটিতে অবস্থান করছে।
সিএআরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস বোজিজের সমর্থক খ্রিস্টান মিলিশিয়া বাহিনী ক্ষমতাসীনদের অনুগত মুসলিম সশস্ত্র বাহিনীর হামলার প্রত্যুত্তরে অতর্কিতে হামলা চালানোর ফলেই বৃহস্পতিবার সংঘাতের শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।
শতাধিক স্থানীয় বাসিন্দা বন্দুকযুদ্ধে ভয় পেয়ে শহরের বিমানবন্দরের কাছে ফ্রান্সের সেনাঘাঁটিতে আশ্রয় নেন।
সিএআরে রেডক্রসের প্রেসিডেন্ট আন্তোইনে এমবাও বোগো জানান, রেডক্রসের কর্মকর্তারা এখন পর্যন্ত ২৮১টি মৃতদেহ উদ্ধার করেছে। আর এ উদ্ধার অভিযান চালানোও বিপজ্জনক।
ফ্রান্সের সেনারা ইতোমধ্যে শহর টহলে বেড়িয়েছেন। সহিংসতা দমনে বানগুয়াইর আকাশে যুদ্ধবিমানও চক্কর দিচ্ছে।
নিরাপত্তার অভাবে হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ডাক্তার খুঁজে পাওয়া যাচ্ছে না এজন্য মুমূর্ষুদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিশেল জোতোদিয়া এ বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট বোজিজেকে ক্ষমতাচ্যুত করে প্রথম মুসলিম নেতা হিসেবে দেশ শাসনভারের দায়িত্ব নেন।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩