ঢাকা: রেকর্ড দামে বিক্রি হল কিংবদন্তী মার্কিন সঙ্গীতশিল্পী বব ডিলানের গিটার। নিউইয়র্কে অনুষ্ঠিত এক নিলামে ডিলানের ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার মডেলের বৈদ্যুতিক গিটারটি নয় লাখ ৬৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়।
১৯৬৪ সালে তৈরি বৈদ্যুতিক গিটারটি বাজিয়ে পরের বছর নিউপোর্ট ফোক ফেস্টিভ্যালে তিনটি গান গেয়েছিলেন ডিলান। তখন তিনি ২৪ বছরের তরুণ।
ডিলান গিটারটি বিমানে রেখে আসার পর নিউজার্সির এক পরিবার ৪৮ বছর গিটারটি নিজেদের কাছে রেখেছিল।
নিউইয়র্কের শীর্ষ নিলামঘর ক্রিস্টিজ নিলাম কর্তৃপক্ষ গিটারটির সম্ভাব্য দাম ধরেছিল তিন থেকে পাঁচ লাখ ডলার।
২০০৪ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এরিচ ক্ল্যাপটনের ফেন্ডার মডেলের একটি গিটার বিক্রি হয় নয় লাখ ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলারে। এতদিন পর্যন্ত সেটাই ছিল নিলামে সর্বোচ্চ দামে গিটার বিক্রির রেকর্ড।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩