ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বভারতী ঐতিহ্য বজায় রেখেছে

আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৩
বিশ্বভারতী ঐতিহ্য বজায় রেখেছে

ঢাকা: বিশ্বভারতীর ৪৮-তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধান অতিথি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ পরিদর্শক হিসাবে বিশ্বভারতীর মঞ্চে ওঠেন তিনি।



প্রণব বলেন, রবীন্দ্রনাথের আদর্শে অনুপ্রাণিত বিশ্বভারতীর চরিত্র অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের থেকে আলাদা। আর এই স্বকীয়তার জন্যই আজও বিশ্বভারতী তার ঐতিহ্য বজায় রাখতে পেরেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। সমাবর্তন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রেক্টর রাজ্যপাল এম কে নারায়ণন।

রাষ্ট্রপতি আরও বলেন, "রবীন্দ্রনাথের জীবনদর্শনই বিশ্বভারতীর ভিত্তি।   স্বাধীনতা ও স্বতস্ফূর্ততা বিশ্বভারতীর বৈশিষ্ট্য। ঐতিহ্যে বিশ্বভারতী সবসময়ই এগিয়ে রয়েছে। " এদিন মরণোত্তর দেশিকোত্তম সম্মান দেওয়া হয় প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী মান্না দে-কে।

মান্না দে’র মেয়ের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়েছে। এছাড়াও পাঁচজনকে দেশিকোত্তম পুরস্কার প্রদান করা হয়। অবন-গগন পুরস্কার পেয়েছেন গণেশ হালুই, জগদীশ মিত্তল, হিম্মত সাউ, নীলিমা শেখ, লক্ষ্মণ গৌরসহ কয়েকজন শিল্পী।

এছাড়াও দেড় হাজার ছাত্রছাত্রীকে মানপত্র ও ২০৯ জনকে পিএইচডি সম্মান দেওয়া হয়েছে।

দু`দিনের কলকাতা সফরে এসে শুক্রবার যুব বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন ও সন্ধ্যায় শান্তিনিকেতনের নাট্যঘরে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। তবে বিশ্বভারতীর এই দু`দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বোলপুরের হেলিপ্যাডে নেমে তিনি আগে জামবনী যান। সেখানে অসুস্থ দাদা পীযূষ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে পারিবারিক আলোচনা সেরে শান্তিনিকেতন যান।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।