ঢাকা: বৈশ্বিক বাণিজ্যে প্রসারে একটি চুক্তি করতে যাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য দেশগুলো। ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে মন্ত্রী পর্যায়ের সম্মেলনের শেষ দিকে এক ট্রিলিয়ন ডলারের (এক লাখ কোটি ডলার) চুক্তি করতে সম্মত হয়েছে ডব্লিউটিও’র ১৫৯টি দেশ।
এ চুক্তিটি হবে সীমানা পেরিয়ে বাণিজ্য করার প্রক্রিয়াকে সহজ করার চেষ্টায় ডব্লিউটিও’র প্রথম সমন্বিত চুক্তি। এ চুক্তির আওতায় বিশ্বের অনুন্নত দেশগুলোর পণ্য বিনা শুল্কে অন্য দেশের বাজারে প্রবেশের সুবিধা পাবে।
ডব্লিউটিও’র প্রধান রোবার্তো আজেভেদো চুক্তি সম্পর্কে বলেন, আমাদের ইতিহাসে এই প্রথম ডব্লিউটিও সত্যিকার অর্থে কাজ করল।
১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ডব্লিউটির প্রথম চুক্তি এটি।
তিনি বলেন, সব সদস্যই এবার একতাবদ্ধ হয়েছে। আমরা ‘বিশ্ব’ বিশ্ব বাণিজ্য সংস্থার পিঠে নিয়েছি। ’
ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী গিতা উইরজাওয়ান বলেন, এ চুক্তি ‘ডব্লিউটিওর সব সদস্যের উপকারে আসবে। ’
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন চুক্তিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে বলেন, চুক্তিটি বিশ্বের গরিব মানুষের জন্য ‘জীবনধারনের পাথেয়’ হবে।
এ চুক্তির কারণে ব্রিটিশ ব্যবসায়ীরা লাভবান হবেন বলে জানান তিনি।
তবে এ চুক্তির সমালোচনা করছেন উন্নয়নকর্মীরা। তারা বলছেন, (অন্নুত দেশগুলোর জন্য) খুবই বেশি একটা করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩