ঢাকা: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টে মোহাম্মদ মুরসির সমর্থনে গত মাসে বিক্ষোভ করার সময় গ্রেফতার করা সাত নারী আন্দোলনকারীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।
এছাড়াও ১৪ নারীকে দেওয়া ১১ বছরের কারাদণ্ড কমিয়েছে ওই আপিল আদালত।
ওই নারীদের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকা, যানবাহন চলাচলে বাধা দেওয়া, নাশকতা ও গত মাসে আলেক্সজান্দ্রিয়া বিক্ষোভে সংঘর্ষে লিপ্ত হওয়াসহ বিভিন্ন অভিযোগে তাদের দোষীসাব্যস্ত করা হয়েছে।
আপিল আদালতের এ রায়ের সমালোচনা করেছে মানবাধিকারকর্মীরা। ‘পাগলের রায়’ বলেও মন্তব্য করেছেন এক মানবাধিকার কর্মী।
রায় ঘোষণার সময় আলেক্সজান্দ্রিয়ার আদালতের বিশেষ কাঠগড়ায় ওই ১৪জনকে হাজির করা হয়। কারাগারের সাদা পোশাক পোশাক পরিহিত নারী আন্দোলনকর্মীদের হাতে এসময় তাদের হাতে ছিল লাল গোলাপ ও মুখে হাসি এবং হাতের তালুতে লেখা ছিল ‘স্বাধীনতা’।
এসময় আদালতের বাইরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। বহুসংখ্যক পুলিশ উপস্থিত ছিল আদালত চত্বরে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩