ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তিতে সমর্থন দেবে মার্কিন সামরিক বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৩
ইরানের সঙ্গে চুক্তিতে সমর্থন দেবে মার্কিন সামরিক বাহিনী

ঢাকা: ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে অবশ্যই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সমর্থন দিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী চুক হেগেল।

উপসাগরীয় অঞ্চলে নিজেদের শক্তি জোরদার করতে ওয়াশিংটনের অবস্থানও পরিষ্কার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।



বাহরাইনে সফরকালে তিনি বলেন, আমরা জানি শূন্যে কোনো কূটনীতি কাজ করতে পারে না।

ইরানের বেশ অস্থিতিশীল প্রভাব রয়েছে এবং পরমাণু অস্ত্রধারী ইরান এই অঞ্চল ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অপ্রত্যাশিত হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে জানান তিনি।

সম্প্রতি বিশ্ব শক্তিধর ছয় রাষ্ট্রের সঙ্গে নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পরমাণু কর্মসূচি কমানোর চুক্তি করে ইরান।
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের উদ্বিগ্ন, এশিয়ায় মনোযোগ দেওয়ায় মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য হারাবে যুক্তরাষ্ট্র।

আঞ্চলিক নিরাপত্তা ফোরাম মানামা ডায়ালগকে হেগেল জানান, এই ‍অঞ্চলে যুক্তরাষ্ট্রের ৩৫ হাজারের বেশি সামরিক কর্মকর্তা রয়েছে। এ সংখ্যা কমবে না।

গত মাসে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ও রাশিয়া এবং জার্মানির সঙ্গে অন্তর্বর্তী চুক্তি  করে ইরান।

অন্তর্বর্তী চুক্তি মতে, জব্দ হওয়া ৭শ কোটি ডলার ফেরত পাওয়ার বিনিময়ে আপাতত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাবে ইরান। একই সঙ্গে স্থায়ী চুক্তির জন্য আলোচনা চলতে থাকবে।

সবাই চুক্তির প্রশংসা করলেও একে ‘ঐতিহাসিক’ ভুল বলে উল্লেখ করে ইসরায়েল। হেগেল বলেছেন, এ চুক্তি ‍অর্থপূর্ণ আলোচনার সুযোগ সৃষ্টি করেছে, প্রতারণার নয়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চূড়ান্তভাবে কূটনীতিতে সমর্থন দেবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।