কলকাতা: ভারতের রাজস্থানে শুরু হয়ে গেল গেরুয়া উৎসব। ১৯৯টি আসনের মধ্যে ১১৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
ইতোমধ্যেই জয়পুরে বিজেপির প্রধান কার্যালয়ের সামনে শুরু হয়ে গেছে বিজয় উদযাপন উৎসব। বাজি, ঢোল ও নাচের মাধ্যমে চলছে গেরুয়া উদযাপন। অন্যান্য রাজ্যেও উত্সবে মেতেছে বিজেপি সমর্থকরা। রাজস্থানে ক্ষমতায় আসার জন্য নরেন্দ্র মোদী ফ্যাক্টরই কাজ করেছে বলেই মনে করছেন বসুন্ধরা রাজে।
পয়লা ডিসেম্বর রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১৯৯টিতে ভোট গ্রহণ হয়েছে। ভোট পড়েছিল ৭৫ শতাংশ।
এদিকে ১৫ বছর বাদে দিল্লিতে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষে বুথ ফেরত সমীক্ষার রায় বলছে সেরকমই। রাজধানীর রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে ব্যর্থ কংগ্রেস। দেশের প্রথম সারির সবকটি সংবাদমাধ্যমের করা এক্সিট পোলে এমটাই ইঙ্গিত।
দিল্লিতে ৭০টি আসনে তিন শক্তির লড়াই। কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টির লড়াই ছিল দিলওয়ালো কা শহরে।
সমীক্ষার ফলাফল-
সি-ভোটার এর ফলাফল বলছে বিজেপি পেতে চলেছে ২৯টি আসন। কংগ্রেস পাবে ২১টি। ১৬ টি আসন পাবে কেজরিওয়ালের দল। অন্যান্যরা পাবে ৪টি আসন।
এবিপি নিউজ ও এসিনিয়েলসনের যৌথ জনমত সমীক্ষা বলছে, বিজেপি পাবে ৩২টি আসন। কংগ্রেস ১৮ টি আসনে জয়ী হবে। অন্য ১৮ আসন দখল করবে আম আদমি পার্টি। অন্যান্যরা পাবে ২ টি আসন।
টাইমস নাও-সি ভোটার তাঁদের সমীক্ষায় তুলে ধরেছে, ২১টি আসন পাবে কংগ্রেস। বিজেপি পাবে ২৯টি আসন। সদ্য রাজনীতিতে পা রাখা আপ পেতে চলেছে ১৬টি আসন। অন্যান্যরা পাবে ৪টি।
ইন্ডিয়া টুডে-ওয়ারজিও বুথ ফেরত সমীক্ষা বলছে বিজেপির জয় নিশ্চিত। কংগ্রেস- ২১; বিজেপি ৪১; আপ-৬; অন্যান্য- ৩।
দিল্লি বিধানসভা নির্বাচনে ৬৬ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছেন রেকর্ড শতাংশ ভোট পড়েছে দিল্লির নির্বাচনে। ফলে কংগ্রেসের ভ্রু কুঁচকোনোর সম্ভাবনা জোড়ালো হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
১৯৯৩ সালে দিল্লি নির্বাচনে সর্বাধিক ৬১.৭৫ শতাংশ ভোট পড়েছিল। অতীতের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে বুধবারের ভোট।
দিল্লিতে বিভিন্ন রাজনৈতিকদলের ৮১০ জন প্রার্থী তাঁদের ভাগ্য পরীক্ষা করছেন।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৩