ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হেগে রফিক হারিরি হত্যাকাণ্ডের বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
হেগে রফিক হারিরি হত্যাকাণ্ডের বিচার শুরু

ঢাকা: হেগে আত্মঘাতী হামলায় নিহত লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

তাদের অনুপস্থিতিতেই বৃহস্পতিবার এই বিচারকার্য শুরু হয়।

২০০৫ সালে লেবাননের রাজধানী বৈরুতে গাড়ি বোমা হামলায় নিহত হন রফিক হারিরি। হামলায় তার সঙ্গে আরো ২২ জন নিহত হন। এই হত্যাকাণ্ডে সঙ্গে লেবাননের শিয়া মিলিটারি সংগঠন হেজবুল্লার জড়িত বলে দীর্ঘদিন ধরে সন্দেহ করা হচ্ছে।

কিন্তু হেজবুল্লাহ বরাবরই হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে। তারা এজন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে।    

এদিকে হেগে এই বিচার শুরুর আগে হেজবুল্লার শক্তঘাঁটি বলে পরিচিত হারমেল শহরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।