ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শ্যাম্পুবিহীন পাঁচ বছর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
শ্যাম্পুবিহীন পাঁচ বছর

ঢাকা: দীর্ঘ ৫ বছর ধরে চুলে শ্যাম্পু ব্যবহার করছেন না এক নারী। শ্যাম্পুতে ক্ষতিকর কেমিক্যাল আছে- এই ভয়ে জ্যাকুলিন ব্যায়ার্স নামে ওই ব্রিটিশ শ্যাম্পু থেকে দূরে আছেন।



তিনি মনে করছেন, এতে করে তার চুল আগের চেয়ে আরো স্বাস্থ্যবান ও সতেজ রয়েছে।

এর আগে শ্যাম্পুর বিকল্প হিসেবে তিনি কয়েক বছর অ্যাপল সাইডার ভিনেগার এবং বেকিং পাউডার ব্যবহার করেন। কিন্তু তিনি দেখলেন এতে করে তার তুল শুষ্ক, তৈলাক্ত ও ভারী হয়ে যাচ্ছে। একপর্যায়ে সেটির ব্যবহারও বন্ধ করে দিলেন। তারপর পাঁচবছর কোন রকম শ্যাম্পু বা চুল পরিষ্কারক প্রসাধনী ব্যবহার করেননি।

হাফিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকুলিন বলেন, শ্যাম্পু আমাদের সামাজিক কাঠামোর একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আমার শ্যাম্পুর ব্যবহারকে ‘না’ বলা অনেকেই পছন্দ করছেন। বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘নো-শ্যাম্পু আন্দোলন’।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।