ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: থাইল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর বোমা হামলা হয়েছে। শুক্রবার রাজধানী ব্যাংককে সরকার-বিরোধীদের ওপর ওই হামলায় কমপক্ষে ২৮ জন আহত হয়েছেন।

চলমান রাজনৈতিক সঙ্কটের মধ্যে এমন হামলা পরিস্থিতির আরো অবনতি হবে বলে ধারণা করা হচ্ছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তুলে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে বিক্ষোভকারীরা। বিক্ষোভে এ পর্যন্ত আটজন নিহত হয়েছেন।

চলমান সঙ্কট নিরসনে আগামী ২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ডাক দিলেও বিরোধীরা সে নির্বাচন বয়কট করেছে।

গত সোমবার থেকে বিক্ষোভকারীরা ব্যাংককের প্রধান সংযোগস্থল বন্ধ করে দিয়েছে। কিছু কিছু স্থানে তাবু গেড়ে থাকছে। ফলে দেশের অন্যান্য স্থানের সঙ্গে থাইল্যান্ডের যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত তারা স্থান ত্যাগ করবে না বলেও জানিয়ে দিয়েছে।

এদিকে ইংলাকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার তদন্ত করবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি প্রমাণিত হলে ইংলাকে রাজনীতি ছাড়তে হবে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।