ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদিকে চা বিতরণকারীর পদ দেবে কংগ্রেস!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
মোদিকে চা বিতরণকারীর পদ দেবে কংগ্রেস! গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি

ঢাকা: রাজনীতিতে কথার ফুলঝুড়ির যেন বিকল্প নেই! প্রতিপক্ষের একটু দুর্বল জায়গা পেলেই শুরু হয় কথার তীর ছোড়া। তাই বলে কী একজন প্রধানমন্ত্রী পদকাঙ্ক্ষী কাউকে চা বিতরণের পদ দেওয়ার কথা বলা যায়?

এমন প্রস্তাবই দিয়েছেন কংগ্রেসের এক নেতা! ভারতীয় জনতা পার্টির জ্যেষ্ঠ নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছাকে উপহাস করেছেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার।



মণিশঙ্কর বলেছেন, ‘আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, একবিংশ শতাব্দিতে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তিনি যদি চান তাহলে তার জন্য আমরা এখানে চা বিতরণকারীর পদের ব্যবস্থা করে দিতে পারি। ’

সর্বভারতীয় কংগ্রেস কমিটির বৈঠকে কংগ্রেসের জ্যেষ্ঠ মণিশঙ্করের এমন ‍বক্তব্যে হাসির রোল উঠে।

নিজের সামাজিক-অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে মোদির বক্তব্যের পরেই এমন কট্যূক্তি করলেন মণিশঙ্কর।

নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা নরেন্দ্র মোদি আজ রাজ্যের মুখমন্ত্রী হলেও তিনি কিশোর বয়সে ছিলেন চা বিক্রেতা। তাই তার চেয়ে দারিদ্র্যের কষাঘাত কেউ বেশি বুঝতে পারবেন না, অকপটে নিজের শৈশব-কৈশোরের কথা বলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।