ঢাকা: শ্রীলংকার উত্তরাঞ্চলের একটি গণকবরে ৩০টির বেশি মাথার খুলিসহ কঙ্কাল পাওয়া গেছে। এমন সময় ঘটনাটি ঘটলো যখন শ্রীলংকার তিন দশকব্যাপী গৃহযুদ্ধে সংগঠিত যুদ্ধাপরাধ বিষয়ে দেশটি আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে।
এর ফলে গৃহযুদ্ধের সময় দেশটিতে হাজারো মানুষ নিখোঁজের বিষয়টি আবারো আলোচনায় এসেছে।
উত্তরাঞ্চলীয় মানার জেলার এক হিন্দু মন্দিরের কাছে পাওয়া এ গণকবর তামিল টাইগার বিদ্রোহীদের কাজ বলে দাবি করছে পুলিশ।
বিষয়টি গৃহযুদ্ধের সময়কালে সংগঠিত যুদ্ধাপরাধ বিষয়ে পশ্চিমা দেশগুলোর আন্তর্জাতিক তদন্তের দাবির প্রতি সমর্থন বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
ঘটনার তদন্তকারী মানার ক্যাথলিক চার্চের আর্চ বিশপ রায়াপ্পো জোসেপ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এসব মাথার খুলিতে পাওয়া ছিদ্রের চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে যে নিহত ব্যক্তিদের গুলি করে হত্যা করা হয়েছে।
পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেন, প্রাথমিকভাবে ফরেনসিক পরীক্ষায় খুলিগুলো ১৫ বছর আগে সমাহিত বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর