ঢাকা: কলকাতার বিখ্যাত সোনাগাছি পতিতালয়ের খবর আবারও জানল বিশ্ববাসী। সেখানে জন্ম নেওয়া শিশুরা কীভাবে এই পেশায় জড়িয়ে যায় তা এবারও ফুটে উঠেছে লন্ডনভিত্তিক ফটোগ্রাফার সুভিড দত্তের ক্যামেরায়।
এশিয়ার অন্যতম বৃহত্তম এই পতিতালয়ে ১২ হাজারেরও বেশি অপ্রাপ্তবয়স্ক নারী যৌনকর্মী হিসেবে কাজ করে।
সুভিড দত্ত জানান, অবৈধ এলাকাটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের মাধ্যমে পরিচালিত হয়। এখানে মেয়েরা স্কুল থেকে ঝরে যৌনকর্মী হিসেবে জীবন শুরু করে। আর ছেলেরা নাম লেখায় সন্ত্রাসীদের খাতায়।
২০০৪ সালে এই সোনাগাছির ছেলেমেয়েদের নিয়ে ডকুমেন্টারি (বর্ন ইনটু ব্রথেল) তৈরির জন্য অস্কার পান পরিচালক যানা ব্রিসকি ও রস কফম্যান।
‘দ্য প্রাইস অব এ চাইল্ড’ শিরোনামে ছবিগুলো তিনি প্রকাশ করেন। তিনি বলেন, আমার নিজের দেখা থেকে বলতে পারি সেখানে মাত্র ২ ডলারের বিনিময়ে শিশু ও নারীদের স্রেফ ধষর্ণ করা হচ্ছে।
তিনি ওই অঞ্চলের দুস্থ মানুষরা কীভাবে ধনীদের দ্বারা বঞ্চিত হয়ে যৌনবৃত্তি বেছে নিতে বাধ্য হয় তাও তুলে ধরেন।
তার এই ছবির মাধ্যমে কর্তৃপপক্ষ শিশুদের রক্ষায় ব্যবস্থা নেবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৪
সম্পাদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর