ঢাকা: পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের বানু জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বহরকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন।
দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন জানিয়েছে, বানু জেলার চান্ট এলাকার রাজমাক গেটে ফ্রন্টিয়ার কর্পস ও সেনাবাহিনীর সদস্যদের গাড়িবহরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর এই সদস্যরা বানু জেলা থেকে উত্তর ওয়ারিজিস্তানের মিরামশাহ এলাকায় যাচ্ছিলেন।
জরুরি ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।
উদ্ধারকারী সূত্র জানিয়েছে, ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। হামলার ধরনে মনে করা হচ্ছে, আত্মঘাতী হামলা চালানো হয়েছে।
তবে, এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর