ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলায় ২০ সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
পাকিস্তানে বোমা হামলায় ২০ সৈন্য নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সেনাবাহিনীর গাড়িবহরে বোমা হামলায় কমপক্ষে ২০ সৈন্য নিহত ও ২৪ জন ‍আহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা বাড়তে পারে।



নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বান্নু শহরে ওই হামলা হয়েছে।
হামলা চালানোর দায় স্বীকার করেছে পাকিস্তানি তালিবান। তারা বলেছে, ‘ধর্ম নিরপেক্ষ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই’-এর অংশ হিসেবে তারা সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালিয়েছে।

খাইবার-পাখতুনখওয়া প্রদেশের বান্নু থেকে উত্তর ওয়াজিরিস্তানের রাজমাক যাওয়ার পথে সেনাবাহিনী ও আধা-সামরিক সীমান্ত বাহিনীর গাড়িবহরে হামলা হয়।

এএফপিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গাড়িবহরের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভাড়া করা বেসামরিক গাড়িতে করে সৈন্যরা রাজমাকে যাচ্ছিল।

অজ্ঞাত স্থান থৈকে রয়টার্সকে টেলিফোনে তালিবানের মুখপাত্র শাহিদুল্লাহ শাহিদ বলেন, ‘এর (হামলার) দায় আমরা স্বীকার করছি। সেনাবাহিনী আমাদের শত্রু। এ রকম আরও হামলা আমরা চালাবো। ’

গত সপ্তাহে সন্ত্রাসী হামলায় করাচিতে নিহত হন সাহসী পুলিশ সুপার চৌধুরী আসলাম খান। সন্ত্রাসী আর জঙ্গীদের কাছে ‘ত্রাস’ ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর
পাকিস্তানে বোমা হামলায় ১৫ নিরাপত্তা সদস্য নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।