ঢাকা: যুক্তরাজ্যের ইউকে ইন্ডিপেন্ডেন্স পার্টির (ইউকেআইপি) নেতা ডেভিড সিলভেস্টার বলেছেন, ডেভিড ক্যামেরন গসপেলের বিরুদ্ধে যাওয়ার পরিণতি হচ্ছে ‘প্রাকৃতিক দুর্যোগ’।
ব্রিটেনের সাম্প্রতিক ঝড় ও বন্যাকে ‘একই লিঙ্গের বিয়েকে সরকারের বৈধতা দেওয়ার সিদ্ধান্তের ঐশ্বরিক প্রতিফল’ হিসেবে দাবি করেছেন তিনি।
সমলিঙ্গের প্রতি প্রধানমন্ত্রী ক্যামেরনের সমর্থনের বিরোধী ডেভিড সিলভেস্টার বলেছেন, তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন যে এই বৈধতা ‘বিপর্যয়’ বয়ে আনবে।
তিনি বলেন, শাস্ত্রে যথেষ্ট পরিষ্কারভাবে বলা আছে, গসপেলের বিরুদ্ধে গেলে ঝড়, রোগ, মহামারী ও যুদ্ধের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে।
গসপেলে যিশুর জন্ম, জীবন, মৃত্যু ও পুনর্জন্মের বর্ণনা রয়েছে।
সিলভেস্টার বলেন, ‘আমি ২০১২ সালের এপ্রিলে ডেভিড ক্যামেরনকে সতর্ক করে লিখেছিলাম, তার সমলিঙ্গের বিয়ে সংক্রান্ত বিল দুর্যোগ বয়ে আনবে। কিন্তু ছয় লাখ উদ্বিগ্ন খ্রিস্টানের সই করা আবেদনের বিরুদ্ধে গেছেন তিনি। তার নিজের দলের অর্ধেকের বেশি সংসদ সদস্য বলেছিলেন, এটি করা উচিত হবে না। ’
যুক্তরাজ্যের পার্লামেন্টে ২০১৩ সালে ইংল্যান্ড ও ওয়ালেসে সমলিঙ্গের বিবাহকে বৈধতা দেয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর