ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা সদরদপ্তরের কাছে বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
পাকিস্তানে সেনা সদরদপ্তরের কাছে বোমা হামলায় নিহত ৮

ঢাকা: পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে সেনাবাহিনীর সদরদপ্তরের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি লোক।



দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার সকালে সেনা সদরদপ্তরের রয়্যাল আর্টিলারি বাজারের (সেনা সদরদপ্তরের পশ্চিমে আবাসিক ও বাণিজ্যিক জনপদ) কাছে এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর একটি গাড়ি বহরে হামলায় রোববার অন্তত ২০ জন নিহত হওয়ার একদিন পর এই হামলার ঘটনা ঘটলো।

তালেবানের ওই হামলায় অন্তত ২৪ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
সম্পাদনা: হুসাইন আজাদ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।