ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় গণধর্ষণের শিকার তরুণীর অবস্থা গুরুতর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
কলকাতায় গণধর্ষণের শিকার তরুণীর অবস্থা গুরুতর

ঢাকা: কলকাতার ব্যস্ত রাস্তায় গণধর্ষণের শিকার তরুণীর অবস্থা গুরুতর। গত রোববার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন ২১ বছর বয়সী ওই তরুণী।

বর্তমানে তিনি হাওরা হাসপাতালে ভর্তি আছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, কলকাতার হাওরা এলকারা বাসিন্দা তরুণী একটি বিপণিকেন্দ্রে কাজ করতেন। ঘটনার দিন রাত সাড়ে সাতটার দিকে সহকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। কলকাতার হাস্টিং ক্রসি এলাকা পার হলে তার সহকর্মীরা নিজ নিজ বাড়িতে চলে যান। তরুণী বাড়ির উদ্দেশ্যে একটি শাটল ট্যাক্সিতে ওঠেন।  

কলকাতা পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, তিনি যখনই গঙ্গা সংলগ্ন প্রিনসেপ ঘাট অতিক্রম করেন তখন পাঁচজন পুরুষ এসে গাড়ি থামিয়ে তাকে জোরপূর্বক অস্ত্রের মুখে বের করে আনে। এরপর তাকে পার্কে থাকা একটি ট্রাকের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। যাওয়ার সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও নিয়ে যাওয়া হয়।

সকালে জ্ঞান ফিরে পেলে তিনি কোনোমতে গাড়িতে করে হাওরা থানায় পৌছান। পরে পুলিশই তাকে হাসপাতালে ভর্তি করেন। প্রথমে হাওরা থানায় মামলা দায়ের করা হলেও পরে গুরুত্ব বিবেচনা করে ওয়াটগুঞ্জ থানায় মামলাটি স্থানান্তর করা হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।