ঢাকা: ভিয়েতনামে মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করে ৩০ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে আরও কয়েকডজন ব্যক্তিকে দুই বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, জানুযারির শুরুর দিকে কুয়াং নিন প্রদেশে প্রায় দুই টন হিরোইন পাচারের অভিযোগ এনে অপরাধীদের বিরুদ্ধে বিচারকার্য শুরু হয়।
বিবিসির ভিয়েতনাম প্রতিনিধি এগা ফ্যাম জানিয়েছেন, আসামি ও দণ্ডপ্রাপ্তির দিক থেকে এই মামলা দেশটির ইতিহাসের সবচেয়ে বড়।
মামলায় মোট ৮৯ জন আসামির মধ্যে মৃত্যুদণ্ড পেয়েছেন ২১ জন পুরুষ এবং ৯ জন নারী আসামি। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত বছরের বিভিন্ন সময়ে গ্রেফতার হয়েছিলেন তারা।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, দণ্ডপ্রাপ্ত এসব আসামি ২০০৬ সাল থেকে লাওস হতে চোরাইপথে নিয়ে এসে চীন ও ভিয়েতনামে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এদের সঙ্গে অনেক বড় বড় মাদক চোরাচালানি চক্রের গভীর যোগসাজশ রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে মোট ৮৬ জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় ভিয়েতনামের আদালত।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪