ঢাকা: সকাল বেলা খবরের কাগজে দেখলেন তিনি বেঁচে নেই! নিজের বেঁচে না থাকার খবরটি পড়লেন মজা করে। ঘটনাটি ঘটেছে সুইডেনে।
ঘটনার সূত্রপাত হাসপাতাল কর্তৃপক্ষ ও তার পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবোঝির ফলে।
দক্ষিণ সুইডেনের বাসিন্দা ৮১ বছর বয়সী স্ভেন ওলোফ স্ভেনসন নামের ওই ব্যক্তিকে অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ডাক্তারের সঙ্গে কথা বলে তার বোন মনে করেন যে তিনি মারা গেছেন। আর যায় কোথায়? তিনি তাড়াতাড়ি ‘জনকপিংস পোস্টেন’ নামের ওই পত্রিকায় একটি শোকবার্তা লিখে পাঠান।
পরে ওই পত্রিকারই এক সাংবাদিক তার কাছে জানতে চেয়েছিলেন যে নিজের মৃত্যুর খবর পাঠ করতে তার কেমন লেগেছিলো?
তার সোজাসাপ্টা উত্তর ‘আপনি পুরোপুরি অনুভব করতে পারবেন না। ’
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪