ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াজিরিস্তানে বিমান হামলায় ২৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
ওয়াজিরিস্তানে বিমান হামলায় ২৪ জনের প্রাণহানি

ঢাকা: পাকিস্তানের সংঘাতপূর্ণ উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতি এলাকায় বিমান হামলায় কমপক্ষে ২৪ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

হতাহতদের অধিকাংশই বেসামরিক লোক বলে স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সোমবার ‍গভীর রাতে উত্তর ওয়াজিরিস্তানের মির আলি এলাকায় এ হামলা চালায় পাকিস্তানের জঙ্গিবিমানগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পাকিস্তানের ডন নিউজ জানিয়েছে, সোমবার রাতে সন্দেহভাজন তালেবান আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলা কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই জঙ্গি বিমানগুলো তাদের গ্রামে হামলা চালায়।   এ সময় অন্ধকারে লোকজন ঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য  দিগ্বিদিক ছুটতে থাকে। জঙ্গি বিমানের পাশাপাশি হামলায় হেলিকপ্টার গানশিপও ব্যবহার করা হয় বলে দাবি করেন স্থানীয়রা।

বিমান হামলায় বেসামরিক প্রাণহানি সম্পর্কে কোনো মন্তব্য করেনি পাক সামরিক বাহিনী।

আতঙ্কিত স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে ওই এলাকা ছাড়তে শুরু করেছেন। তবে ওই এলাকায় কারফিউ জারি থাকায় হতাহতদের হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তালেবান বিরোধী অভিযানের অংশ হিসেবে এই এলাকায় কারফিউ জারি করেছে সামরিক বাহিনী।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উপজাতীয় এলাকা উগ্রপন্থি সংগঠন তেহরিক-ই তালিবানের (টিটিপি) শক্ত ঘাঁটি। সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় টিটিপি প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর সংগঠনের প্রধান হন মুফতি ফয়জুল্লাহ।

ফয়জুল্লার নেতৃত্বে ওই এলাকায় সরকারি অবস্থান লক্ষ্য করে হামলা বৃদ্ধি করে টিটিপি যোদ্ধারা। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিনে পৃথক পৃথক হামলায় নিহত হন ত্রিশ সরকারি সেনা। এই বিমান হামলা তার জবাব বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।